_____কৈশোরের অস্থির দুর্বার মন,
            চলন্ত উড়ন্ত থাকে সারাক্ষণ।
           ওদের কোন ভয় নাই হারাবার,
          লক্ষ্য আছে শুধু এগিয়ে যাওয়ার।


          ওরা মনে আঁকে রঙিন আলপনা
       চেতনায় ভরা জীবন, নেই তার সীমানা
                  কী হবে, কী হবে না
         তা নিয়ে ওদের নেই কোন ভাবনা।


               বোঝালে ও ওরা বোঝেনা,
                  শোনালে ও শোনেনা;
           রঙ্গীন কল্পনায় নিমগ্ন ওদের মন
                  চঞ্চল থাকে সারাক্ষণ।


            শাসন বারণ কিছুই ওরা মানেনা,
                 শৃঙ্খলা কী তাও জানেনা।
                  সকল বাঁধ ভেঙ্গে ফেলে,
               দুর্গম পথে ওরা এগিয়ে চলে।


             ওদের মনে শুধু উড়ু উড়ু ভাবনা,
                আর কত রঙ্গীন কল্পনা।
     কৈশোরের এ স্বল্প সময়টুকু খুবই আনন্দময়
              জীবনের আরম্ভ এখানেই হয়।