মানুষ চেনা নয়তো সহজ
এই জগতের পরে।
অনেক দানব আছে ধরায়
মানব নামটি ধরে।


জগত মাঝে এসব লোকে
চায়না পরের ভালো।
মুখে তাদের মিষ্টি কথা
অন্তরটা হয় কালো।


কর্ম ওদের খারাপ অতি
মনে লোলুপ দৃষ্টি।
তাদের জন্য ধ্বংস হচ্ছে
ধরার সুন্দর সৃষ্টি।


অন্ধকারে পথের মাঝে
কাঁটা ছড়ায় তারা।
কল কৌশলে দমন করে
সত্যের পথিক যারা।


স্বার্থের তরে ছুটে সদা
অপরকে দেয় ফাঁকি।
এসব করে নিজের ধ্বংস
নিজেই আনছে ডাকি।