আজকাল সব যেন হয়ে গেছে মন্দ,
দিকে দিকে অহরহ লেগে আছে দ্বন্দ্ব।
তার মাঝে সেজেছি যে জীবনের ছন্দ,
চারদিকে ঘিরে আছে অলক্ষিত খন্দ।


কি বলবো আজ ভাই কতইনা আজব,
নর করে নর হত্যা এসেছে কি গজব!
মিথ্যে বলে সবে আজ এ কেমন মানব,
মানবের মাঝে আছে অতর্কিত দানব।


বাস্তবের কোনো দাম নেই এই জগতে,
মিথ্যা কথা বলে সবে, সদা চলে বিপথে।
মানবের সাজে আছে দানবের বাহিনী,
গা শিউরে উঠে শুনে তাদের-ই কাহিনী।


ন্যায্যতার ঘরে আজ দেখি তালা ঝুলছে,
আইনের ঘরেতে‌ ঐ মিথ্যা পেশ করছে।
শাসকের বেশে আজ শোষকরা রয়েছে।
মানবতা নেই আর পুড়ে ছাই হয়েছে।


বিচারক ঘুষ খেয়ে সত্য রাখে গোপন।
হৃদে বিষ সকলের কেউ নয় আপন।
কলি যুগের কাহিনী বলে শেষ হবেনা।
সত্য যুগ নেই আর, সুখের পরশ পাবেনা।