একা ছিলাম, একা আছি, একাই চলছি বেশ।
বিষাদ ছিলো, বিষাদ আছে, বিষাদের নেই শেষ।


দুঃখ আমার জীবন সঙ্গী, আছে হৃদয় মাঝে,
দুঃখ আমায় আগলে রাখে প্রতি সকাল সাঁঝে।


মনের মাঝে অতি যত্নে পোষণ করি কষ্ট।
পুষ্প ফুটবে আশায় আছি সময় করছি নষ্ট।


কালের গর্ভে বিলীন হলো‌ কত শত গল্প।
সুখের দিন হয় না স্থায়ী, থাকে অতি অল্প।


জীবন নদের অগাধ সলিল সদা বহমান।
একাই আমার চলছে তরী থাকুক চলমান।