একই জাতি মানব মোরা
তবু ভিন্ন কেন  মোদের মত!
একতার অভাবে বিভক্ত মোরা
হারিয়েছি আজ শান্তির পথ।


কোথাও বা ভাষার নামে,
কোথাও আবার ধর্মের নামে-
সারা বিশ্বে আজ আগুন জ্বলছে,
হত্যার প্রতিযোগীতা চলছে।


মোদের দোষেই অসহায় মোরা
ডুবছে আজ মানবতার তরী।
ঝড়ের মাঝেই দাঁড় টেনে
দিতে হবে এ সমুদ্র পাড়ি।


আর কতকাল দেখব মোরা
নিজ ভাইয়ের রক্ত!
অত্যাচারীদের কি দোষ,
মোরাতো তাদেরই ভক্ত।


ওহে বিশ্ব মানব,
ভুলে যাও সকল দ্বন্দ্ব।
হাতে হাত মিলিয়ে এক হও,
হটাও সকল মন্দ।


এভাবে থাকলে মোরা
পুড়ে ছাই হবে এ বিশ্ব;
চল অত্যাচারের প্রতিবাদ করি
গড়ি এক ঐক্য ও শান্তির বিশ্ব।