ওরা মুঠোফোনে ব্যস্ত! থাকুক।
আমি মুঠোফোন নয়, একটা মাঠ চাই,
একটা খোলা মাঠ।


আমি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম চ্যাট বুঝিনা,
ফেসবুক, ইনস্ট্রাগ্রামে বন্ধু খুঁজিনা।
আমি একটা সবুজ মাঠ চাই,
বিকালের মিষ্টি রোদ চাই;
আস্ত একটা ফুটবল চাই।


আমি খেলব, দৌড়াব,‌ নাচব;
ঘাম ঝরে ঝরুক, পায়ে ব্যথা লাগে লাগুক।
রাতের ক্লান্তির ঘুমে অন্তত বুঝতে পারব
মুঠোফোন আর মাঠের পার্থক্যটা।