একুশ মানে রক্তে রাঙা
বাংলার রাস্তা ঘাট,
শহীদগণের লাশে ভরা
কবরস্থানের মাট।


একুশ মানে চেতনা আমার
মাতৃভাষায় বলার।
ভাষার তরে সবাই মিলে
একসাথে যুদ্ধ করার।


একুশ মানে বাংলা ভাষার
পুনঃজন্মের দিন।
শত শহীদের রক্তদানে
হয়েছে বাংলা স্বাধীন।


একুশ মানে ফিরে পাওয়া
জাতির সর্ব অধিকার।
বুক ফুলিয়ে বলতে পারা
বাংলা সে যে আমার।


একুশ মানে বাংলা মায়ের
মুখে মধুর হাসি।
বাংলা মায়ের মুখটা দেখে
হাসে মাঝি চাষী।


একুশ মানে প্রভাত ফেরি
ভাষার ঝাণ্ডা তুলে।
শহীদ মিনার ভরে উঠে
আলপনা আর ফুলে।


একুশ মানে আমার মায়ের
প্রাণ জুড়ানো ভাষা।
স্বপ্ন সাজাই সেই ভাষাতে
মিটাই মনের আশা।