আজ দেখা যায় শহরে প্রান্তরে
কত লোকে করে বাস রাস্তার ধারে।
ওরা ফুটপাতবাসী, নেই কোন ঠিকানা,
নেই কোন স্বপ্ন, সবই যেন অজানা।
কখনো পুড়ে ওরা রৌদ্রের তাপে,
কখনো আবার ভিজে আষাঢ়ের বৃষ্টিতে;
কখনো আবার মাঘ মাসের শীতে,
তর তরে কাঁপে ওরা শিশির ভেজা প্রাতে।
আশ্রয়হীন, অনাহারী ওরা-
ঘুরে বেড়ায় দ্বারে দ্বারে।
আহারের খুঁজে ছিন্ন বস্ত্রে বেড়ায়,
শহরের  রাস্তায়, ডাস্টবিনের কিনারে।
আধপেটা হয়ে বা ক্ষুধার্ত পেঠে,
অনাদর আর অবহেলায়—
ওরা ফুটপাতবাসী সকলে,
ঘুমিয়ে পড়ে রাস্তারই ধারে।।