গরিব যারা গাধার মতো
বোঝা টেনে মরে।
ধনী লোকে কল কৌশলে
কার্য হাসিল করে।


স্বার্থ উদ্ধার করতে ধনী
করে কত ফন্দি।
লোভ দেখিয়ে ছলে বলে
করে তারা সন্ধি।


লোভের মোহে গরিব লোকে
নিত্য খেটে যায়।
ওদের শ্রমের ফসল গুলো
ধনী লোকে পায়।


বিত্তশালীর সুখের জন্য
কার্য করে দিনরাত।
দিনের শেষে তবু তারা
পায়না পাতে ডালভাত।


গরিব লোকের কষ্টের কথা
শেষ হয়না বলে।
ধনী লোকের চাকর তারা
সদাই খেটে চলে।