প্রকৃতি, কেন তোমার এই রুদ্ররূপ,
দিকে দিকে কেন এ তাণ্ডবলীলা?


করোনায় সমগ্র মানবজাতি যখন শঙ্কিত
ঠিক তখনি পঙ্গপালের আক্রমণ,
একই সাথে ভূমিকম্প, ভূমিস্খলন,
বন্যা, আমফান ঝড় আর দাবানল।
কতো সইবে এ প্রাণীকুল?


তিলে তিলে মরতে আর প্রাণে সয়না,
তার চেয়ে বরং ঘটে যাক মহাপ্রলয়;
ধ্বংস হয়ে যাক---
পৃথিবী নামক তোমার খেলাঘরটি,
আর মানব সভ্যতা সহ সমগ্র প্রাণীজগত।