ক্লান্ত শরীর, চোখে ঘুম নেই,
কল্পনায় পাড়ি জমাই চাঁদের বিছানায়
তারাদের সাথে গল্প করি সারা রাত
আর আনমনে সাঁতার কাটি স্মৃতির সাগরে।


নিস্তব্ধ আমার পৃথিবীর সকল প্রান্তর
তবু রাতভর বপন করি অযাচিত যত স্বপ্ন।
নিঃসঙ্গতায়, বহুকাল ধরে এমন ভাবে
অপলক চোখে করছি রাত্রি যাপন।


ফুরাবে না এ রাত? উদিবে না সূর্য? হবে না ভোর?
আর কতকাল থাকবে আঁধার আমায় ঘিরে?