মানব রূপে জন্ম নিয়ে
করছি কত খেলা।
মিথ্যা বলে কল কৌশলে
সাজিয়েছি মেলা।


ধরার মাঝে অসৎ পথে
করছি যত কর্ম।
স্বার্থের পিছু ছুটছি সদা
ভুলে গেছি ধর্ম।


যেতে হবে জগত ছেড়ে
ধনী গরিব সবাই।
তবু আজি ভুলে গেছি
সৃষ্টি কর্তাকে ভাই।


একবারও যে ভাবিনি বসে,
কী হবে পরিণাম।
যেদিন আমি চলে যাব
পাব যে জাহান্নাম।


তাইতো বলছি সময় থাকতে
হয়ে যাও হুশিয়ার।
প্রভুর নামটি নাওনা সদা
হও খাঁটি ঈমানদার।