প্রিয়া, তুমি এসেছিলে আমার জীবন মাঝে,
সাজিয়েছিলে আমায় এক নতুন সাজে।
হাতে হাত রেখে দিয়েছিলে কত আশা,
বিশ্বাস করে তোমায়, করেছিলাম ভরসা।


আজ অন্যের হাত ধরেছো, হয়ে তার সঙ্গীনি,
তবুও থাকো মহাসুখে হয়ে যেন রাজরাণী।
যদিও তুমি বুঝনি মোর হৃদয়ের বেদনা,
তুমার জীবন সুখের হউক ইহাই মোর কামনা।


ভাবতে পারিনি প্রিয়া এমন হবে একদিন,
চলে যাবে তুমি নাকি হবে এতো দয়াহীন।
অনেক স্বপ্ন ছিল আমার আনন্দিত মনে,
আজও স্মৃতি ভেসে উঠে ভাঙ্গা হৃদয়ের কোণে।


কিন্তু কেন? কী ভুল ছিল এ জগতে আমার?
হে প্রিয়া, আজ কোথায় সে প্রমিস তুমার?
আর কি আসবে, মিলবে কি অতীত প্রেমের টানে?
জানি আসবেনা, তবুও কেন এ ভাবনা আসে মনে?