তোমার এ সৃষ্টির মাহাত্ম্য বুঝা বড় দায়,
একাকী বসে আমি ভাবি সকাল সন্ধ্যায়।
কেমন করে থাকে এ প্রাণ মাটির খাঁচায়!
কেমন করে হঠাৎ আবার উড়ে চলে যায়!


ভোর বেলা উঠে  রবি রাঙিয়ে আকাশ,
সোঁ সোঁ শব্দে বয়ে যায় ঠাণ্ডা মৃদু বাতাস।
মেঘ গুলো ভেসে এসে ঢেকে দেয় আকাশ।
চলছে তোমার লীলা নাই তার অবকাশ।


মাঘের শীত অথবা আষাঢ়ের বর্ষাধারা,
রাতের আকাশে দেখা যায় অগণিত তারা;
এ বিশ্বব্রহ্মাণ্ড সৃজন শুধু তোমারই দ্বারা।
কেমন করে চালাও তুমি জগতের এ ধারা!


প্রভু, তোমার মহিমা কে বুঝিবে হায়!
সাজিয়াছ এ বিশ্ব-ভুবন অপার দয়ায়।
তোমার সৃষ্টির ভাবনা যখন আসে মাথায়,
অমনি করে মাথা তোমার চরণে ঝুঁকে যায়।