নারীর সম্ভ্রম ভূলুণ্ঠিত হচ্ছে আজ
        কেমনে সইতে পারি।
এই নারী দিবসে করে দৃঢ় প্রত্যয়
        জাগো হে বিশ্ব নারী।


নরপশুর দল আজ রাস্তা ঘাটে
         করছে বস্ত্র হরণ।
কোথায় মানবতা, হও আগুয়ান
       করো লজ্জা নিবারণ।


রাতের অন্ধকারে নারীর ইজ্জত
        লুণ্ঠন করছে যারা।
প্রভাত হইলে ধরে সাধুর বেশ
    ধর্মের বাণী শুনায় তারা।


নরপশুদের থাবায় জর্জরিত আজ
        কত শত নারীর দেহ।
মা-কন্যার জাতিরে ওরা কষ্ট দেয়
       হৃদয়ে নেই কোন স্নেহ।


নারীর বেশে দেবী দুর্গা যেমন সেদিন
        করেছে অসুর বিনাশ,
হে নারী, আজ তুমিও অস্ত্র তুলে হাতে
      নর-দানবের করো নাশ।


মায়ের জাতির সমীহ লুণ্ঠিত আজ
     ওদের চোখে ঝরছে বারি।
এই নারী দিবসে করে দৃঢ় প্রত্যয়
         জাগো হে বিশ্ব নারী।