জীবনের মাঝে বাঁধা আসে বারে বার,
সৎ পথে তরীখানা করো তুমি পার।
মানবতা সাথে রেখে পথ চলো ভাই,
সকলের তরে খুলো হৃদয়ের দ্বার।


শিক্ষার আলো নিয়ে চলো তুমি পথ,
সততার পথে গড়ো জীবনের রথ।
অন্যায়ে সদা তুমি প্রতিবাদ করো,
কুকর্ম ছেড়ে দিয়ে হয়ে যাও সৎ।


প্রতিকূলে দৃঢ় হাতে ধরে রেখো হাল,
সত্যের তরণীতে তুলে ধরো পাল।
কালো মেঘ বেধ করে উঠবে যে রবি,
দিকে দিকে শুনব ঐ বিজয়ের তাল।


প্রতিবাদী কণ্ঠটা উঁচু করে রেখে,
সাবধানে পথ চলো সবদিক দেখে।
সমাজের অবিচার রুখে চলো সদা,
সত্যের ধূলিকণা নিজ গায়ে মেখে।


জীবনটা ক্ষণিকের সকলেই জানি,
লোভে পড়ে করিওনা অপরের হানি।
ঝড় যদি ধেয়ে আসে ভয় নেই তবু,
ন্যায় পথে সমাজ কে নিয়ে যাও টানি।