এ জীবনে চাওয়া পাওয়ার নেই কোনো শেষ।
পরাজয়ের বিহ্বলতা রয়েছে বেশ।
আলো আঁধার দুটো রঙে সংসার গড়া।
কেউ নয় সংসার মাঝে দুঃখ-বিষাদ ছাড়া।


যুবক বৃদ্ধ সবাই যেন একই মালার ফুল।
ধরার মাঝে ছুটছে সবাই গড়তে সুখের কূল।
গন্তব্য এক, তবু আছে ভিন্ন ভিন্ন মত।
একের সাথে অপর জনের বিরোধ আর অমত।


সুখের অর্থ আলাদা হয় ভিন্ন জনের কাছে।
পৃথক মনে পৃথক স্বপ্ন ন্যস্ত হয়ে আছে।
সবাই চলছে ভবের মাঝে সিদ্ধি লাভের লক্ষ্যে।
চলছে তারা স্বীয় বেগে সাহস ভরা বক্ষে।


ঝঞ্ঝা তুফান যতই আসুক এ সংসারের মাঝে।
জীবন তরী ছুটছে বেগে, ছুটছে আপন সাজে।
সুখের আশ্রয় খুঁজে পাওয়া, এটাই সবার চাওয়া।
যদিও সুখ অপেক্ষমাণ, মৃত্যুই আসল পাওয়া।