জেগে ওঠো হে যুবক, ঘুমিওনা আর।
অনেক দায়িত্ব আছে তোমার এ বিশ্ব মাঝার।
চোখ খোলে চেয়ে দেখো এ সমাজ কোথায় যাচ্ছে চলে,
প্রতিরোধে তোমায় করতে হবে সংগ্রাম আপন বলে।
চলো তুমি, চলো নব উদ্যমে আপন শক্তিতে,
তোমায় যে চলতে হবে এই মরুময় দুর্গম পথে।
তোমার চলার পথে আসিবে কত বাঁধা কত বিপত্তি।
তুমি যুবক নেই কোন ওজর, নেই কোন আপত্তি।
সকল বাঁধা, সকল বিপত্তি করিয়া নাশ,
চলো তুমি আপন বেগে, গড় এক নতুন ইতিহাস।
তোমায় নিয়ে এ সমাজে রয়েছে কত আশা,
তুমি যুবক তোমার উপর সকলেরই ভরসা।
করিয়া এক নতুন সমাজ গঠনের ব্রত,
নদীর মতো চলতে থাকো তুমি অনন্ত অবিরত।
থেমোনা, চালিয়ে যাও সংগ্রাম বুকে যদি রাঙা রক্ত বয়;
সকলেরই আশা পূর্ণ করে হবে জয় নিশ্চয়।