নিরিবিলি বসিয়া দেখ তুমি ভাবিয়া
কে আছে তোমার আপন?
মশাল লইয়া দেখ জগত ঘুরিয়া
কেহ কি পাবে তোমার প্রিয়জন?
সুখের সময়ে বসন্তের কোকিল
দেখিবে কত পাশে আছে।
বিষাদের শোক বহিতে হবে একা
কেউ পাবেনা তোমার কাছে।
হোক না বন্ধু যতই দয়ার সিন্ধু
শুধু ভাই সুখের সময়।
দুঃখ আসিলে সবাই যাবে ছেড়ে
ভালোবাসার হবে পরাজয়।
পিতা-মাতা, পুত্র কন্যা, ভাই বোন
আর নিকট আত্মীয় স্বজন;
দালান-বাগান, সোনা-দানা সব
আমরা ভাবি আপন।
এসব আপন ক’দিন থাকিবে আর
পরিণত হয়ে যাবে ‘পরে’।
যেদিন তুমি চলে যাবে এ জগত ছেড়ে,
পাড়ি দিবে মরণ সাগরের তীরে।