এতো আপন ছিলেরে তুই
কেমনে হলে পর,
কেমন করে ভাঙলে আজি
আমার সুখের ঘর?


সকল স্বপ্ন ভেঙে দিয়ে
আমায় একা করে,
বঁধু সেজে চলে গেলে
নতুন স্বামীর ঘরে।


কতো শপথ করছিলে তুই
আমার হাতটি ধরে,
আমায় ছাড়া বাঁচবেনা যে
যাবেই বুঝি মরে।


কাল বৈশাখের ঝড়ে আজি
তোকে নিল কেড়ে,
প্রতিজ্ঞা তুই ভুলে গিয়ে
গেলে আমায় ছেড়ে।


যত্নে গড়া স্বপ্ন আমার
হলো আজি ভঙ্গ,
দুঃখের নদে ভাসছে জীবন
আছি স্মৃতির সঙ্গ।