ভ্রূণ হত্যায় মত্ত এ সমাজ
জাগুক এবার দেশ,
মাতৃ গর্ভে কন্যা শিশু
হয়ে যাচ্ছে শেষ।


ধরার আলো দেখলনা যে
কী দোষ ছিল তাদের?
জন্মের আগে কেন তুমি
নষ্ট করছ ওদের?


লক্ষ্মীর বেশে আসে ভবে
তোমার আপনজন।
ঘাতক সেজে তুমি তারে
করছ কেন নিধন?


তুমি জনক, নয়তো ঘাতক
কেন কর হত্যা?
খতম করছ আপন কন্যা
লাগেনি কোনো ব্যথা!


পিতৃ-মাতৃ দুজন মিলে
উন্মেষ করো ওদের।
নিজ দায়িত্ব পালন করো
ভালোবাসো তাদের।


ধরার মাঝে নারী পুরুষ
সবার সম অধিকার।
তবে কেন কন্যা নিধন,
কেন এমন অবিচার?