ক্ষণিকের ঐ খেলা ঘরে
স্বার্থের পিছু মোরা সব,
মায়াজালে বিভোর হয়ে
ভুলে গেছি আপন রব।


রঙ্গে রঙ্গিন জগত মাঝে
করছি কত যে খেলা,
ভাবছিনা যে একটিবারো
বয়ে যাচ্ছে মোর বেলা।


বাড়ি, গাড়ি, সুন্দর নারী
টাকা, পয়সা, জমি সব,
আপন বলে ভাবছি আজি
একদিন হবে পর এসব।


যাওয়ার বেলায় সবই মোর
রইবে পড়ে এই ঘরে।
একাই আমার যেতে হবে
অন্ধকার এই কবরে।


সময় থাকতে মোরা সব
হয়ে যাই আজ হুশিয়ার।
সেজদা করে মার্জনা চাই
মহান খোদার-ই দরবার।