হে খোদা, কি অপরূপ তোমার সৃজন!
কেমনে রচিলা তুমি এই ত্রি-ভুবন?
আকাশ‌ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা,
তুমিই রচেছো এই পৃথিবীর সারা।


নদ নদী হ্রদ আর সাগরের জল,
গাছে গাছে দিয়েছো যে ফুল আর ফল।
পাখির কণ্ঠে দিয়েছো সুমধুর গান
মাটির খাঁচায় পুরে রেখেছো এ প্রাণ।


কি সুন্দর চেহারায় রচেছো মানুষ!
দিয়েছো জ্ঞানের আলো বাড়িয়েছো হুঁশ‌।
পিপাসায় দিলে জল, ক্ষিদে পেলে অন্ন,
অম্লজান দিলে খোদা প্রাণীদের জন্য।


পাহাড় পর্বত আর পাতালের খনি,
সবই তোমার দান, সকলেই জানি।
আরো কত শত সৃষ্টি ধরণীর পরে,
সব কিছু দিলে খোদা মানবের তরে।


তোমার গুণ-গানের নেই কোনো শেষ,
তোমার অপার দানে আছি আমি বেশ।