খুকু আমার অতি অধীর উৎসুক তাহার চিত্ত।
আশে পাশের কাণ্ড দেখে প্রশ্ন করে নিত্য।


আজ সকালে খুকু আমায় প্রশ্ন করে বসে
বলো বাবু সূর্য মামা কোথা থেকে আসে?


দিনের পরে রাত যে আসে রাতের পরে হয় দিন।
এসব বাবু হয় গো কেমনে, তারা কাহার অধীন?


আষাঢ় এলে টুপুর টাপুর বৃষ্টি‌ কেন‌ পড়ে?
কার আদেশে বায়ু বহে গাছের পাতা নড়ে?


বলো বাবু চাঁদটা কেন‌ হয় গো এত উজ্জ্বল?
গাছে গাছে কেমনে ধরে মিষ্টি কিংবা টক ফল?


খুকুর এমন প্রশ্ন শুনে  ভাবনা আসে মাথায়।
উত্তর আমি খুঁজতে থাকি মোটা বইয়ের পাতায়!


খুকুর উত্তর পাইনি আমি বইয়ের পাতায় খুঁজে।
চিন্তা করে দেখলাম শেষে চক্ষু দু'টি বুজে।


প্রভুর ক্রমে চলছে এসব‌ তিনিই হলেন স্রষ্টা।
আমরা শুধু করছি বিনাশ পুরো জগত দ্রষ্টা।