ধীরে ধীরে আয়ু আমার
হয়ে যাচ্ছে ক্ষয়।
হঠাৎ করে মরণ আসবে
মনে লাগছে ভয়।


ক'দিন আমি আছি ভবে
ঠিকানা নাই তার।
প্রভু যখন ডাকবে আমায়
রেহাই নেই যে আর।


প্রভুর ডাকে সাড়া দিয়ে
দিতে হবে পাড়ি।
মরণ আমার সঙ্গী হবে
যাব সবাই ছাড়ি।


মরার পরে পরকালে,
কী যে হবে হাল?
ভাবছি বসে মনে মনে,
কে হবে মোর ঢাল?


দু'হাত তুলে খোদার কাছে
আরজ করছি হায়।
মরার পরে আমার আশ্রয়
জান্নাত যেন হয়।