জীবন খানা পেলাম আমি
মহান প্রভুর দয়ায়।
মানব রূপে তিনিই আমায়
জন্ম দিলেন ধরায়।


এসে আমি জগত মাঝে
কত কিছু করছি।
প্রভুর কথা ভুলে গিয়ে
পাপের বোঝা গড়ছি।


স্বার্থের তরে ছুটছি সদা
ভুলে গেছি মরণ।
পরকাল ও ভুলে গেছি
করিনা তো স্বরণ।


ভোগ বিলাসের আশায় আমার
কেটে যাচ্ছে বেলা।
মৃত্যু যখন আসবে দ্বারে
বন্ধ হবে মেলা।


শেষ বেলাতে দেখছি চেয়ে
নেই যে আমার উপায়।
ক্ষমা চাইছি ওগো দয়াল
ক্ষমা করো আমায়।