রঙিন ভবে এসে আমি
করছি কত খেলা।
পশ্চিমেতে চেয়ে দেখি
ডুবে যাচ্ছে বেলা।


হঠাৎ কখন আসবে মরণ
নেইতো কারো জানা।
তাহার সাথে যেতেই হবে
মানবেনা তো মানা।


সেদিন আমি চলে যাব
সাদা কাফন পরে।
জমি-জামা টাকা পয়সা
সবই থাকবে পড়ে।


কর্ম যাহা করছি আমি
স্মৃতি হয়ে রবে।
মৃত্যুর পরে কর্মগুলি
মনে রাখবে সবে।


মানুষ হয়ে আসছি ধরায়
কর্ম করতে হবে।
ভালো কর্ম করতে পারলে
অমর হব ভবে।