অগণিত আন্দোলনের ফল,
অসংখ্য জীবন বলিদান,
আর অপরিমিত রক্তের বিনিময়ে
পেয়েছি এ দেশ, পেয়েছি এ সংবিধান।


এতো কষ্টে অর্জিত এই একটা দিন,
এই একটা মুক্তির দিবস।
সমগ্র ভারত পালন করছে তাই
২৬শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস।


ফুল, মালা, পতাকা নিয়ে প্রভাতফেরী,
রাস্তা, ঘাট হয়েছে সরগরম।
আকাশ বাতাস মুখরিত আজ---
বন্দে মাতরম, বন্দে মাতরম।


প্রজাতন্ত্র দিবসের এই সোনালী সকালে,
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক
সকলে আজ করো এই অঙ্গীকার---
"মোরা স্বাধীন দেশের নাগরিক,
মেনে চলব আম্বেদকরের নীতি,
আদায় করব সকল অধিকার।
অপশক্তির কাছে মাথা নত করবনা আর।"