আমি একজন ব্যর্থ মানব
হেরে জীবন খেলায়,
ক্ষুণ্ণ হয়ে ব্যথিত মনে, মত্ত হই-
কাব্য লেখার নেশায়।


কি লিখিব আমি, নয় গো কোন কবি
কাব্য লিখতে পারিনি।
শুধু পাঠক মাঝে তুলে ধরি আমি
আপন জীবন কাহিনী।


আমার লেখা পাঠক মাঝে
হয়েছে সমাদৃত।
প্রাণিত করিলেন সকলে
লিখতে অবিরত।


আজ পেয়েছি এক ভিন্ন অনুভূতি
সকলের-ই দোয়ায়।
প্রকাশিত হল আমার প্রথম গ্রন্থ
কলকাতা বই মেলায়।


ঢের ধন্যবাদ সকল হিতৈষীদের
কৃতজ্ঞতা চিরদিন।
সবার আশীর্বাদে আমিও কবি
ভুলিবনা কোনদিন।