দূর দিগন্তে নীল গগনে উড়িতেছে একটি পাখি,
উড়ছে সে পথ উদাস মনে নেই কোন তার সাথী।
গোপন মনে কত  আশা, নেই কোন তার বাসা।
জানেনা সে কোন মানা, মানেনা কোন বাঁধা।
সাত সমুদ্র, তেরো নদীর ওপারে যাবে নতুন দেশে,
পৌঁছবে এবার স্বপ্নের দেশে, মিলবে সখীর সনে।
জানেনা সে জাতি বিজাতী, হৃদয় ভরা প্রেম প্রীতি
ভালোবাসার জোরে মিলবে সে সখীর সাথে।
আশার জোয়ারে চিত্তমাঝে নৃত্য ভোলা প্রাণের সাথী।
কিন্তু হায়! কোথায় তার স্বপ্নের দেশ, কোথায় সে সখী?
হঠাৎ দুটি সবল ডানা শিথিল হয়ে পড়ল ঢলে,
এক নিমেষে চলে গেল সে মৃত্যুর কোলে।