কোথায় মানবতার প্রাণ!
ইতিউতি খুঁজে দেখি--
               চাঁপা পড়ে আভরণে
জলহীন মাছেদের মতো মৃতপ্রায়,
ছটফট করিতেছে শ্বাসহীন বাতাসে।
আজ তাই প্রাণ নেই মানবতায়,
ঢাকা পড়ে আছে সে স্বার্থের বাগিচায়।