মানুষ কি শুধু অঙ্গ প্রত্যঙ্গের নাম,
না কি সুঠাম আকৃতির আবদ্ধ খাম?
মানুষ কি দেহ-রূপ, শক্তি সম্পত্তির সমাহার,
না কি আত্ম গরিমা আর অহংকার?


প্রকৃত মানুষে থাকে মানবীয় গুণের সমাবেশ,
থাকে না কারো সাথে হিংসা বা বিদ্বেষ।
সত্যিকার মানুষ য়ারা চির কল্যাণের প্রতীক,
এদের দেখানো পথেই চলে অজস্র পথিক।


যারা নিজেকেই শুধু ভাবে মানুষ অপরকে যন্ত্র,
যাদের হাতে বিকৃত আজ মানব জাতির তন্ত্র।
যাদের প্রতি পদে রয়েছে স্বার্থের অংক,
এরা দেখতে মানুষ হলেও মানুষ নামের কলঙ্ক।