প্রতি ভোরে স্বপ্ন দেখি একটা নতুন পৃথিবীর
একটা ভিন্ন রূপের পৃথিবীর;
স্বপ্নে গড়ে নেই আমার সেই রঙীন পৃথিবীটা।


আবার সেই স্বপ্নেই আঁতকে উঠি একটা ভয়ঙ্কর গন্ধে,
মানুষ পোড়ার বিকট গন্ধে।
হাওয়ায় ভেসে আসে সেই দুর্গন্ধ,
আর ধোয়ার ভিতর থেকে বেরিয়ে আসে--
পুড়ন্ত মানুষের করুণ চিৎকার।


হ্যাঁ, প্রতিদিন একটু একটু করে মানুষগুলো পুড়ে যাচ্ছে,
বেঁচে যাচ্ছে শুধু ---
হিন্দু মুসলমান নামের কতগুলো কঙ্কাল।