মরুভূমিতে অনন্তকালের পথে
হাঁটতে হাঁটতে হঠাৎ করে খুঁজে পাই,
                 এক বিস্তৃত জলাভূমি।
কাছে যেতেই মরীচিকা!
তবু এই তপ্ত বালুকা রাশির পথ ধরে,
খ্যাপার বেশে হেঁটেই চলি মরুদ্যানের খুঁজে...


বেলা শেষ হয়ে যায়,
         পাখিরা ফিরে আপন নীড়ে;
অন্ধকার নেমে আসে চরাচর জুড়ে।
এবার ঘরে ফেরার পালা--
খুঁজে পাইনি স্বপ্নের সেই মরুদ্যান;
দিনভর আমি বৃথাই করেছি সন্ধান!