মৃত্যুর কাছে এই জগতে
সকল মানুষ খুব অসহায়।
তারই ডাকে সবই ছেড়ে
চলে যেতে হয় অজানায়।


ধনী, গরীব বা বলবান
হোকনা যত দামী ব্যক্তি।
মৃত্যুর কাছে হার মানতে হয়,
কাজ করেনা কোনো শক্তি।


এ জগতে জ্ঞানীরা আজ
চাঁদ, সূর্য, সব করেছে জয়।
মহান যারা নিজের কর্মে
যশ লাভ করছেন জগতময়।


নির্ভীক চড়ে ঐ এভারেস্ট
সত্যি মানুষ কত দুর্জয়।
তবু মৃত্যুর কাছে মানুষ
হয়ে পড়ে খুব অসহায়।


মৃত্যু যখন ডেকে বলে--
"আমার সাথে আজ চলে আয়।"
সবই ছেড়ে যেতেই হবে,
তারই সাথে এক অজানায়।