কালের দোলাচলে হাঁটছি, হোঁচট খেয়ে পড়ছি
খড়কুটো আঁকড়ে ধরে উঠছি,
আবার হাঁটছি, প্রয়োজনে হামাগুড়ি দিচ্ছি।
বাস্তবতার কালো পুকুরে হাবুডুবু খাচ্ছি
আর সময়ের ঘূর্ণিপাকে
পিষ্ট হওয়া স্বপ্নগুলো বুকের মাঝে দাফন করে
অনন্ত আশার মোহে পথ চলছি
এ যন্ত্রণাময় জীবন থেকে মুক্তির সন্ধানে।


মুক্তি? অবশেষে খুঁজে পাই--
মুক্তি মানেই মৃত্যু, সকল যন্ত্রণার অবসান।
কেবল মৃত্যুতে মুক্তি পাওয়া যাবে,
নিথর হয়ে পড়ে রবো কবর মাঝে
শুনতে পাবো না কারো কোনো আবদার,
থাকবেনা আর কোনো যন্ত্রণা,
ভুলে যাব না পাওয়ার সকল বেদনা,
সবাইকে মুক্তি দিয়ে সেদিন আমিও মুক্তি পাবো।