হে নারী, তোমার কত রূপ--
তুমি কখনও কন্যা, প্রেমেরই বন্যা;
কখনও জন্মদাত্রী, মা জননী;
কখনও সঙ্গিনী, স্বপ্ন রমণী;
কখনও সহোদরা, সবচেয়ে মিষ্টি ভালোবাসা।
গ্রীষ্মের তপ্ত দুপুরে যখন হৃদয়ে থাকে ক্লান্তি,
ভিন্ন রূপে তোমার-ই প্রেম দিতে পারে শান্তি।
তুমি নয়গো অসহায়, নয় অবলা,
তোমারই সৃষ্টি যুগে যুগে উজ্জ্বল করেছে এ জগত।
তোমায় কেন করব অবহেলা?
তুমি মেয়ে, তুমি বোন, তুমি অর্ধাঙ্গিনী, তুমি মাতৃ।
তুমি রবি, নজরুল, নানক, মোহাম্মদের জন্মদাত্রী।