চক্ষু থাকতে অন্ধ আজি
কর্ণ থাকতে কালা।
জিহ্বা থাকতে বোবা মোরা
নীরব থাকার পালা।


নীরব দর্শক হয়ে সবে
দেখছি শুধু ঢঙ।
দেখব কত জগত মাঝে
আছে যত রঙ।


দিকে দিকে চেয়ে দেখো
অরাজকতা বেশ।
অবাঞ্ছিত কর্ম কাণ্ডে
গ্রাস করেছে দেশ।


দুর্নীতি আর অপশাসন
আছে সবার মাঝে।
রাজা প্রজা সবাই ব্যস্ত
স্বার্থসিদ্ধির কাজে।


প্রতিবাদ আর যায়না করা
মনে লাগে ভয়।
প্রতিবাদীর ঠিকানা আজ
কয়েদ খানা হয়।


সত্য বলতে শঙ্কা জাগে
উপায় নেই যে আর।
আজকের যুগে এই সমাজে
নীরব থাকাই সার।