সমাজটা আজ বদলে গেছে কী আর বলব ভাই?
শিক্ষা দীক্ষার বাড়ছে গতি উচিত শিক্ষা নাই।


এই সমাজের মানুষ যারা ছুটে টাকার তরে।
টাকা পয়সা আগে দেখে মানবতা পরে।


নিজের স্বার্থে সবাই ব্যস্ত উন্মাদ হয়ে ঘুরে।
ধন্য হবে ভবে তারা স্বার্থ উদ্ধার করে!


মানুষগুলো অতি নিষ্ঠুর বুঝেনা প্রেম প্রীতি।
সুযোগ পেলেই একে অন্যের করে শুধু ক্ষতি।


দিকেদিকে খুন খারাবি অহরহ দেখি।
বাহু বলে চলে সবাই বিচার আচার মেকি।


এই সমাজের নিষ্ঠুরতা শেষ হবেনা বলে।
ভুগছে আজি আমজনতা এই সমাজের ছলে।