আকাশে সাদা মেঘ আর দেখা নাহি যায়,
শরৎ ঋতু ধীরে ধীরে নিয়েছে যে বিদায়।
এসেছে আজ হেমন্ত আর এসেছে অঘ্রাণ,
মাঠে মাঠে দেখা যায় শুধু সোনালি ধান।


চাষীরা মাঠে ধান কাটে হস্তে তাদের কাস্তে
গান গেয়ে ধান কাটে সদা থাকে তারা ব্যাস্ত।
কত কাজ করে তারা সকাল থেকে সন্ধ্যায়,
সোনালী ধানের পানে চেয়ে কষ্ট ভুলে যায়।


চাষীবধু ঘরের আঙিনায় আঁকে আলপনা।
দাওয়ায় বসে কাঁদে তার খোকন সোনা।
ঢেঁকির শব্দে জেগে উঠে আজ এ কৃষক পাড়া।
উনুনে কাঠের জ্বালে ভাত রাঁধে চাষী বধুরা।


নতুন ধানে হয়েছে পরিপূর্ণ চাষীর গোলা।
চাষীরা তাই আজ আনন্দে হয়েছে আত্মহারা।
সকলেরে আহ্বান করে গাইছে তারা জয়গান।
শত আড়ম্বরে করবে আজ নবান্নের আয়োজন।