জন্ম তার কোন এক পাহাড়ের গায়,
চলছে সে পথ সকাল থেকে সন্ধ্যায়।
দিন থেকে রাত, রাত থেকে দিন;
অবিরাম চলছে তার যাত্রা নিত্যদিন।
কত শহর, কত প্রান্তর অতিক্রম করে,
কত মাঠ, নগর আর সমতলের বুক চিরে;
চলছে সে নদী-- চলছে অবিরাম, অবিরত।
কেউ পারবেনা তার যাত্রা করিতে প্রতিহত।
কত কিছু বয়ে নিয়ে আঁকা বাঁকা পথে,
অবিরাম চলছে তার যাত্রা এই দুর্গম পথে।
মানেনা সে কোন বাঁধা কোন বিপত্তি,
তাহার কাছে নেই কোন ওজর, কোন আপত্তি।
ধন্য হবে তার জনম মিলবে সে সাগর সনে।
সফল করিবে যাত্রা এই প্রতিজ্ঞা তাহার মনে।
শপথ নিয়েছে সে মিলিবে সাগর সনে,
তাইতো সে চলছে পথ আপন মনে সমুদ্র পানে।