রাতের সূচনায় জমা হাজার প্রশ্ন
মনে পড়ে পুরানো যত স্মৃতি।
বয়স আর একাকীত্ব বাড়ছে সমানুপাতে
অতীতের উদ্যান আজ মরুভূমি।


আড্ডার পরিমাণ ঐ শূন্যের কোটায়
বেস্ট ফ্রেন্ডের কল আসেনা আর,
আস্তে আস্তে দূরত্ব এতটাই বেড়েছে
হারিয়ে ফেলেছি, ছিল যত অধিকার।