খোকা খুকী সবাই মিলে
সারা বেলা করে খেলা।
দুষ্টুমি আর হাসি তামসায়
নিত্য কাটে ওদের বেলা।


প্রখর রোদে খালি গায়ে
বসে ওরা রাস্তার মাঝে,
ধুলা নিয়ে করে খেলা
নাট্য করে নানান সাজে।


বাবা মায়ের কাছে ওরা
কত বায়না রোজই ধরে।
বায়না পূরণ হয়না যদি
খাওয়া দাওয়া বন্ধ করে।


অবুঝ ওরা খোকা খুকী
দুষ্টুমি যে ওদের ধর্ম।
তাদেরকে ঐ মানুষ করে
গড়ে তোলা তোমার কর্ম।


আদর যত্নে শিখাও ওদের
আদর্শ আর নৈতিকতা।
ধন্য হবে ভবে ওরা
পাবে তুমি সার্থকতা।