একটা অদৃশ্য আগুন
আর তাতেই জ্বলে পুড়ে ছাই হচ্ছে
লক্ষ বছর পুরানো মানব সভ্যতা।
আমরা সব বুঝি, সব জানি...
তবু ঝাঁপিয়ে পড়ি এই প্রজ্বলিত শিখায়
ভাবি, এখানেই নিহিত আমার জয়।


আসলে আমরা এতটাই নির্বোধ
যে, মস্তিষ্ক সম্পূর্ণ সক্রিয়
তবু পাগলের মতো ছুটে বেড়াই
আর পুড়িয়ে দিই নিজেকে
আগুনের লেলিহান শিখায়।