সকাল বেলা সূর্য যখন পূর্ব দিকে উঠে।
পথের শিশু খাবার খুঁজে হন্যে হয়ে ছোটে।
ছোটে তারা দ্বারে দ্বারে ছোটে রাস্তা ঘাটে,
একটু খানি খাবার যদি তাদের পাতে জুটে।


পেটের ক্ষুধায় দ্বারে দ্বারে ছুটছে ওরা আজি।
সবাই তাদের তাড়িয়ে দেয় বলে ওদের পাজি।
যেথায় যখন পাচ্ছে যাহা খাচ্ছে নিয়ে তুলে।
এর পরেও হয়নি দয়া মানব জাতির দিলে।


মা-বাপ হারা অনাথ ওরা, থাকে রাস্তার ধারে,
কী অপরাধ করছে তারা এই ধরণীর পরে?
অনাথ ওরা আশ্রয় বিহীন করোনা-গো হেলা।
বাঁচার দাবি সবার আছে, নেই কি তাদের বেলা?


আমরা যখন আমোদ প্রমোদ আর বিনোদে রত,
অন্ন, বস্ত্র, বসত ছাড়া ওদের কষ্ট কত।
ওরাও যে মানুষ স্বপ্ন আছে বেঁচে থাকার,
তবু কেন পায়না তারা তাদের মৌলিক অধিকার?


তাদের কী দোষ, সবই তো সৃষ্টিকর্তার খেলা,
তবে কেন তাদের মোরা করবো অবহেলা?
ওরা অনাথ, ওদের মনে করো নিজের সন্তান,
মুক্ত হস্তে করো তাদের খাদ্য, বস্ত্র প্রদান।