যুগে যুগে কত দূত করেছেন অবতার
এ ধরায় করিতে আলোর সঞ্চার।
যীশু, মুহাম্মদ, বিবেক, বৌদ্ধ, নানক
আরো কত মহামানব।
এসেছেন এ দয়াহীন সংসারে।
বলে গেল তারা “ভালোবাসো সবে”,
বলে গেল-  “ক্ষমা কর”।
তারা করিল মোদের ন্যায়ের আহ্বান।
গেয়ে গেল তারা সকলে সত্যের জয়গান।
ওরা চলে গেল, রেখে গেল কত বাণী ও গ্রন্থ
ক্বোরআন, পুরাণ, বাইবেল, গীতা, মহাভারত,
বেদ-বেদান্ত, ত্রিপিটক আর হাদিস গ্রন্থ।
কখনো কি অবসর হয়ে খুলেছ সেসব গ্রন্থ?
পড়েছ কি বসে দুটি পত্র?
পেয়েছ কি কোথাও যুদ্ধের নির্দেশ,
হাতে নিতে অসি!
কেহ কি দিয়েছে হিংসার আদেশ,
করিতে মানুষ বলি!
এসব তো কখনো শুনিনি, দেখিনি কখনো!
তবে কেন এ হানাহানি, কেন এ বিদ্বেষ!
হায়! জীব শ্রেষ্ঠ মানবেরই হাতে,
এই মহাগ্রন্থগুলো আজ বিকৃতের পথে।
তাই এই  ধর্মগ্রন্থগুলো অসহায় হয়ে
নীরবে কাঁদে আজ নিজ অস্তিত্ব হারায়ে।