ধীরে ধীরে আসছে দেশে
পশ্চিমা ঐ রেওয়াজ।
ভুলে গেছি নিজ সংস্কৃতি,
রীতি নীতি সব আজ।


শিক্ষা দীক্ষা চাল চলনে
পশ্চিমাদের থাবা।
সাজ পোশাকও বদলে যাচ্ছে
আমরা হচ্ছি হাবা।


কথা বার্তা বদলে গেছে
চেয়ে দেখো ভাই।
মাম্মি ড্যাডি ডাকছে সবাই
আম্মু আব্বু নেই।


কথায় কথায় ইংলিশ বললে
সভ্য তারে কয়।
মাতৃভাষায় কথা বলা
সভ্যতা আর নয়।


পশ্চিমা এই সংস্কৃতিতে
ডুবছে আজি দেশ।
নিজ সংস্কৃতি ভুলে সবাই
ধরছে তাদের বেশ।