আজ তোমার বিয়ে হয়েছে,
রাত বাড়ছে...
লাল-নীল ফুলে সারাটা ঘর সজ্জিত,
আজ বাসর রাত,
উত্তেজনা, আনন্দ আর আনন্দ....


জোছনাকে বিদায় জানিয়ে অন্ধকার ঘরে,
আজ প্রথম সঙ্গমরত তুমি এক পুরুষের সাথে।
সত্যি করে বলো,
একবারও কি মনে পড়ছে না তোমার সেই পাগলকে,
যে তোমার সাথে কথা বলার জন্য
সারাটি দিন ধরে অপেক্ষায় থাকতো;
যার গল্প শুনে শুনে তুমি রাত কাটিয়ে দিতে;
তোমার অসুখে চিন্তিত হয়ে যে নির্ঘুম রাত কাটাতো?


তোমার ওষ্ঠ, স্তন্য, গ্রীবা
আজ তোমার স্বামীকে নেড়েচেড়ে দেখাচ্ছ,
পান করাচ্ছ অমৃত সুরা।
একবার, একবারও কি মনে পড়ে না,
একবারও কি ভাববে না;
ওসব ছাড়াই শুধু তোমার ভিতরের তোমাকে
একমনে ভালবেসেছিল যে তরুণ, তাকে?


একদিন বুকে হাত দিয়ে স্বীকার করে বলবে---
সেই পাগল তরুণ অপেক্ষা বেশী ভালোবাসা,
কেউ কক্ষনো তোমায় দিতে পারেনি...।