জোছনার আলো ভরা ছিল সেই রাত,
তুমি এসে মৃদু হেসে ধরেছিলে হাত।
আবেগের অনুভবে কেটেছিল ক্ষণ,
কাছাকাছি এসে তুমি কেড়েছিলে মন।


পূর্ণিমার চাঁদ সম মায়াভরা মুখ,
হাসি ভরা মুখ দেখে পাই খুঁজে সুখ।
মিটিমিটি হাসি দেখে রাঙা দুই ঠোঁটে,
হৃদ বাগে প্রেম ফুল নিমেষেতে ফোটে।


প্রেমাকাশে উঠলো যে প্রভাতের রবি,
যেদিকে তাকাই দেখি তোমারই ছবি।
মহাকাশে চেয়ে দেখি সাজো সাজো রব,
সঁপেছি যে হৃদয়ের ভালোবাসা সব।


দু'জনায় পাশাপাশি হাসা হাসি কতো,
রাগ-অভিমান আর খুনটুসি যত।
চোখে চোখ হাতে হাত বুকে রেখে মাথা,
মন খুলে বলেছিলে জমা যত কথা।


কথা হল একসাথে রব সুখে দুখে,
প্রাণ যদি দিতে হয় দিব হাসি মুখে।
তবু কেউ কোনোদিন হবো না যে পর,
একসাথে দু'জনায় বাঁধবো যে ঘর।