রক্ত রাঙ্গা ঠোঁট দুটি তোর
ঘন কালো কেশ;
কাজল কালো চোখে তোকে
লাগে বড় বেশ।


গোলাপ রাঙ্গা গালের মাঝে
ছোট্ট একটা তিল,
ফুলের মতো নিখুঁত বদন
কি অপরূপ মিল!


এই সুমধুর কণ্ঠটি তুই,
কোথায় পেলি বল?
ভালোবেসে আমায় আজি
হাতটি ধরে চল।


তুই যে হলে আমার নভে
আঁধার রাতের চাঁদ।
তোর মুখের এই মুচকি হাসি
দেখতে লাগে স্বাদ।


তোর পরশে জুড়ায় সদা
আমার দেহ মন।
তুই যে হলি আমার বিশ্বে
ভালোবাসার ধন।